মোদি গরম চা বনাম রাহুল মিষ্টি দুধ

মোদি গরম চা বনাম রাহুল মিষ্টি দুধ

ভারতে আসন্ন নির্বাচনে এবার শুরু হয়েছে পানীয় পানের প্রতিযোগিতা। বিজেপি দলের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি চালু করেছেন বিনামূল্যে গরম চায়ের দাওয়াত। এতে যথেষ্ট সাড়া পাওয়ায় পাল্টা কর্মসূচি নিয়েছে কংগ্রেসের গোখরাপুর ইউনিট। উত্তর প্রদেশের কংগ্রেস বিনামূল্যে ‘রাহুল মিষ্টি দুধ’ সরবরাহ করছে। ভারতের এনডিটিভি সংবাদ মাধ্যম শুক্রবার এ খবর প্রকাশ করেছে।

কংগ্রেসের স্থানীয় নেতারা জানিয়েছেন, জেলার ১৯টি ব্লকে বিভিন্ন বুথে রাহুলের ছবিসহ প্লাস্টিকের গ্লাসে দুধ বিতরণ করা হচ্ছে। প্রতিটি বুথ থেকে ৫০ লিটার করে ‘রাহুল মিষ্টি দুধ’ বিতরণ করা হবে। দুধ বিতরণের সময় একটি লিফলেট ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে লেখা রয়েছে, দেশের তরুণদের স্বাস্থ্যবান করতে গরম চায়ের পরিবর্তে আমরা মিষ্টি দুধ বিতরণ করছি।

আন্তর্জাতিক