অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থীদের বন্দি নীতির কড়া সমালোচনা করেছে জাতিসংঘ। আশ্রয় প্রার্থীদের আটক করে অন্যত্র বন্দি রাখাকে নিষ্ঠুর, অমানবিক, অমর্যাদাকর এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংস্থাটি। শুক্রবার এক বার্তায় জাতিসংঘ এই সমালোচনা করে।
প্রসঙ্গত, অবৈধভাবে অস্ট্রেলিয়া যাবার পথে আটককৃতদের পাপুয়া নিউগিনি দ্বীপে অন্তরীণ করে রাখা হয়। সেখানে সাম্প্রতিক দাঙ্গায় প্রাণহানির ঘটনা তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করে জাতিসংঘ। এক সপ্তাহ আগে আশ্রয়প্রার্থী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৭৭ জন আহত হন।