ইউক্রেনে ২৫ মের মধ্যে নির্বাচন দাবি

ইউক্রেনে ২৫ মের মধ্যে নির্বাচন দাবি

আগামী ২৫ মে’র মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি জানিয়েছেন ইউক্রেনের বিরোধী নেতা ভিটালি ক্লিটসচো। তিনি আজ শনিবার বলেছেন, প্রেসিডন্ট ভিক্টর ইয়াকোনোভিচকে ইউক্রেন পার্লামেন্টকে অবশ্যই খারিজ করতে হবে এবং প্রেসিডেন্ট নির্বাচন কোনমতেই ২৫ মে অতিক্রম করা যাবে না। গত কয়েকদিন ধরে বিরোধীরা প্রেসিডেন্ট ভবন অবরোধ করে রেখেছেন।

ইউরোপীয় ইউনিয়নের ডাকে একদিন আগে ভিক্টর ইয়াকোনোভিচ পদত্যাগ ঘোষণার পর বিরোধী নেতা এ কথা জানালেন। এদিকে পার্লামেন্টের স্পিকার ভোলোডমেয়ার রেবেক পদত্যাগ করেছেন।

আন্তর্জাতিক