সূচক ও লেনদেন কমেছে উভয় স্টকেই

সূচক ও লেনদেন কমেছে উভয় স্টকেই

১৬ থেকে ২০ ফেব্রুয়ারি সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স বাড়লেও টাকার পরিমাণে লেনদেন, ডিএস-৩০ সূচক, শরীয়াহ সূচক এবং বাজার মূলধন কমেছে।

এছাড়া এ সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেন তিনশ’ কোটি টাকার ঘরে নেমেছে। দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচকও কমেছে।

সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স বেড়েছে ০.০৪ শতাংশ বা ১.৮৫ পয়েন্ট। শরীয়াহ সূচক কমেছে ০.০৫ শতাংশ বা ০.৪৭ পয়েন্ট। তবে ডিএস-৩০ ইনডেক্স সপ্তাহ শেষে কমেছে ০.৫১ শতাংশ বা ৮.৬৩ পয়েন্ট এবং এসময়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫.৫৭ শতাংশ বা ১ হাজার ৩০ কোটি ১ লাখ ৭৪ হাজার ৩৯ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৬৫ কোটি ৬৬ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৫ কোটি ৬৭ লাখ ৯২ হাজার ৮৮৩ টাকা। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৩৫.৫৭ শতাংশ বা ২০৬ কোটি ৩৪ হাজার ৮০৮ টাকা। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.১০ শতাংশ বা ৩০১ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৪৮ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সপ্তাহ শেষে ০.৬৩ শতাংশ বা ৭৯ পয়েন্ট কমেছে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর।

অর্থ বাণিজ্য বাংলাদেশ