হরমুজ প্রণালী পার হলো মার্কিন বিমানবাহী রণতরী

হরমুজ প্রণালী পার হলো মার্কিন বিমানবাহী রণতরী

মার্কিন বিমানবাহী রণতরী অব্রাহাম লিংকন মঙ্গলবার পারস্যউপসাগরে অবস্থিত উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন যুদ্ধ জাহাজের এটি হলো সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মত এই প্রণালী অতিক্রম।

প্রণালীর সরু জলপথ অতিক্রমের সময় রনতরীর বহরটিকে ইরানি টহল জাহাজ সতর্ক দুরত্ব থেকে পর্যবেক্ষন করে বলে জানায় সংবাদমাধ্যম।

প্রনালী অতিক্রমের সময় রনতরীটিকে একটি  ক্রুজার ও একটি ডেস্ট্রয়ার পাহারা দিয়ে নিয়ে যায়।

কিছুদিন আগে ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলো। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। পৃথিবীর ২০ ভাগ তেল রপ্তানি এই প্রণালী দিয়ে পরিবহন হয়ে থাকে।

ইরান এবং ওমানের জলসীমানার মধ্যে অবস্থিত হরমুজ প্রণালীর কোন কোন স্থানে মাত্র ২১ নটিক্যাল মাইল দীর্ঘ। সঙ্কীর্ণ এই জলসীমানা পার হওয়ার সময় ইরানি টহল জাহাজ রনতরীর থেকে মাত্র দুই মাইল দুরে অবস্থান করছিলো ।

ইরানের বিতর্কিত পরমানু কর্মসূচির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপিয়ান ইউনিয়ন তেহরানের  তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সেই থেকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ইউরোপীয় মিত্রদের দূতেরা ইরানের বিরুদ্ধে আরোপিত অবরোধের পক্ষে সমর্থন লাভের আশায় সারা পৃথিবী চষে বেড়াচ্ছে।

তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমানু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশে, নিজেদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর জন্য। কিন্তু পশ্চিমাদের আশংকা ইরান এর আড়ালে পারমানবিক বোমা তৈরি করে ফেলবে, যার ফলে এই অঞ্চলে তাদের স্বার্থ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ইহুদি রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

আন্তর্জাতিক