বিএনপিকে ছাড়িয়ে দ্বিতীয় দল হবে জাপা : এরশাদ

বিএনপিকে ছাড়িয়ে দ্বিতীয় দল হবে জাপা : এরশাদ

বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে পিছনে ফেলে দ্বিতীয় সাঁরির বড় দল হিসেবে জাতীয় পার্টি আগামী দিনে প্রতিষ্ঠিত হতে চায়। এর জন্য দলকে আরও বেশি সুসংগঠিত করতে হবে।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার দুপুরে লালমিনরহাটে এক সৌজন্য সফরে এসে একথা বলেন।

লালমনিরহাট সফরে এসে জেলা শহরের হাসপাতাল রোডে গোলাম মোহাম্মদ কাদেরের বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেন।

এরশাদ বলেন, কাউন্সিলের মাধ্যমে আমরা প্রত্যেকটি কমিটি গঠন করেছি। দল আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং শক্তিশালী। সে কারণে প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করা সহজ হবে। প্রথম দফা নির্বাচনে জাপা প্রার্থীরা নির্বাচিত না হওয়ায় কারণ হিসেবে তিনি বলেন, দুইজন করে প্রার্থী থাকায় জয়লাভ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ শক্তিশালী দল, তাকে পিছনে ফেলা সম্ভব না হলেও বিএনপিকে পিছনে ফেলে দ্বিতীয় বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হবার জন্য কাজ করতে হবে।

বাংলাদেশ শীর্ষ খবর