গুন্ডে ছবি নিষিদ্ধ ও ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে: জেএসডি

গুন্ডে ছবি নিষিদ্ধ ও ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে: জেএসডি

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করে ভারতে  চলচ্চিত্র  নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, এর জন্য ‘গুন্ডে’ চলচ্চিত্রের নির্মাণকারী প্রতিষ্ঠান যশরাজ ফিল্মের ব্লগে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। অবিলম্বে ‘গুন্ডে’ ছবি নিষিদ্ধ এবং এর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে হবে।

তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু অতিসম্প্রতি ভারতে নির্মিত ‘গুন্ডে’ ছবিতে শুধু বাঙালি জাতির স্বাধীকার ও স্বাধীনতার ইতিহাসকেই বিকৃত করা হয়নি, আমাদের মহান মুক্তিযুদ্ধকে অবমাননাও করা হয়েছে। এ ঘটনা যে কোনো ইতিহাস-ঐতিহ্য চেতনা ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন, স্বাধীনতাকামী জাতি কোনো ক্রমেই মেনে নিতে পারে না ।

বাংলাদেশ রাজনীতি