সোনাগাজীতে আওয়ামী লীগ ও বিএনপির মাঝে সংঘর্ষের সময় বিএনপি কর্মীদের উপর গুলি না করায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মারধর করেছেন আওয়ামী লীগ নেতারা।
শনিবার সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মোঃ সালেহকে সোনাগাজী বাজারের ব্রাক ব্যাংকের সামনে ঘুষি মারেন উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টায় উপজেলা যুবদল নেতা গ্রেফতারের প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে পৌর শহরে যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে যুবদল-ছাত্রদল নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ যুবদল-ছাত্রদল নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে অন্তত ছয় রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেন।
জানা যায়, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে হরতাল চলাকালে শনিবার সকালে যুবলীগ-ছাত্রলীগ নেতা-কমীরা পৌর শহরে প্রায় অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে হরতালে বিরুদ্ধে অবস্থান নেয়। পরবর্তীতে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ছালেহ জানান, হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছয় রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় কেউ হতাহত হয়নি।