শহীদ মিনারে লাখো মানুষের ঢল

শহীদ মিনারে লাখো মানুষের ঢল

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি”- এই গানটির সঙ্গে কণ্ঠ মিলিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

গভীর রাত থেকেই ভাষা শহীদদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য শহীদ মিনারে ছুটে আসে সারিবদ্ধ মানুষ।

এর আগে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবকের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মধ্য রাত থেকেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বাড়তে থাকে ভিড়।

রাতের শেষের দিকে সর্বসাধারণের জন্য প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হয়। তখন থেকেই মানুষের ঢল নামতে শুরু করে। ছোট-বড় সবধরণের মানুষই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খালি পায়ে শহীদ মিনারে ভিড় জমায়। সবার হাতে ফুল, একুশের কালো ব্যাচ আর মুখে আল্পনা এঁকে ধীর গতিতে সারিবদ্ধভাবে এগোতে থাকে।

এদিকে, শহীদ মিনারে এবং এর আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাব, পুলিশসহ বিভিন্ন ইউনিটের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য সর্বসাধারণ শুধুমাত্র পলাশী হয়ে জগন্নাথ হলের রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে। এরপর টিএসসির সামনের রাস্তা দিয়ে বের হতে পারবে।

অন্যান্য বাংলাদেশ