প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি আজ মহান একুশে ফেব্রুয়ারি-এর শহীদদের স্মরণ করতে চাই। তারা আমাদের মাতৃভাষা বাংলা রক্ষা করার জন্য জীবন দিয়েছেন। ১৯৭৫ পরবর্তী সময়ে যদি ও আমরা বিদেশে নির্বাসিত বসবাস করেছি, বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমার বাবা-মা সবসময় আমরা যেন বাংলায় কথা বলি সেজন্য জোর দিয়ে এসেছেন। আমার ভাষা, আমার সংস্কৃতি ও আমার দেশের জন্য আমি খুব গর্বিত।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণ করে নিজ ফেসবুক পেইজে তিনি এ মন্তব্য লেখেন।
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা তাদের কখনোই ভুলব না।’
উল্লেখ্য, দুপুর ২টা ১৯ মিনিট পর্যন্ত সজীব ওয়াজেদ জয়ের এ মন্তব্যের নিচে ছয় হাজার ৯৮১টি লাইক (সহমত), অসংখ্য পাল্টা মন্তব্য পড়েছে ও ৩০২ জন পোস্টটি তাদের ফেসবুকে শেয়ার করেছেন।