‘বাংলায় বলি, বাংলার খাই, আমরা কেন ভারতী!’

‘বাংলায় বলি, বাংলার খাই, আমরা কেন ভারতী!’

বাংলায় বলি, বাংলার খাই, বাংলাদেশে চলি-ফিরি, আমরা কেন ভারতী? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন আক্ষেপ করেছেন ছিটমহলবাসী।

আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের মতো সারাবিশ্বে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। পঞ্চগড় জেলার অভ্যন্তরে ৩৬টি ছিটমহলেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার সকালে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে ছিটমহলের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সরেজমিনে ভারতীয় গারাতি ছিটমহলে গিয়ে দেখা যায়, শহীদ মিনারে ফুল দিয়ে সকলে মিলে বনভোজনের আয়েজন করে।

ছিমহলবাসী সামসুল হক আক্ষেপ করে বলেন, আমরা সকলে বাংলাদেশের খাই-পরি, চলি-ফিরি, বাংলায় কথা বলি। বাংলাদেশ ছাড়া আমরা অচল কিন্তু আমরা ভারতীয় কেন? আমরা সকলেই বাংলাদেশি নাগরিক হতে চাই।

বাংলাদেশ