২১শে ফেব্রুয়ারি রাত ১২টায় হবে মশাল মিছিল তারপর আবার শুরু হবে অনুষ্ঠান এবং ভোর ৫টায় প্রভাত ফেরি দিয়ে শেষ হবে ২১শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনের শহীদ স্মরণের অনুষ্ঠান। অনুষ্ঠানে
উপস্থিত রয়েছেন বাংলাদেশ-আসাম-ত্রিপুরা-মেঘালয়-শ্রীলঙ্কা ও ওপার বাংলার ২০০-বেশি শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-মন্ত্রী-প্রশাসক-ক্রীড়াবিদ।বাউল-ফকির-সুফি-কীর্তন-রবীন্দ্র-নজরুল-শ্রমসঙ্গীত-ছৌনাচ ও নাটকে চলছে এক জাকজমক অনুষ্ঠান।
ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হক জানান, এ বছর থেকে ওপার বাংলায় উচ্চ মাধ্যমিকে বাংলা ভাষাকে আর জেনারেল সাবজেক্ট হিসেবে না রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাই এই বছরের
বাংলাভাষা উত্সবের প্রধান দাবি আমাদের মাতৃভাষা বাংলাকে উচ্চমাধ্যমিকেও বজায় রাখা। এর জন্য তারা কঠোর আন্দোলনে যেতে পিছপা হবে না।