আগাম নির্বাচন দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট

আগাম নির্বাচন দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক হতাহতের ঘটনার জের ধরে দেশটিতে আগাম নির্বাচন দিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চলমান রাজনৈতিক সংঘাত বন্ধ করার জন্য কিয়েভ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে প্রেসিডেন্ট এ নমনীয় অবস্থান ব্যক্ত করেন। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে ওই প্রতিনিধিদল গঠিত হয়েছে। তারা দেশটির সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সমঝোতা স্থাপনের চেষ্টা করছেন।

প্রতিবেদনে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ চলতি বছরেই আগাম নির্বাচনের আয়োজন করতে সম্মত হয়েছেন। এ ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ২০১৪ সালেই ইউক্রেনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ডোনাল্ড টাস্ক জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট আগামী ১০ দিনের মধ্যে একটি ঐক্যমত্যের সরকার গঠন এবং গ্রীষ্মের আগেই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনারও প্রতিশ্রুতি দিয়েছেন। তার এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে সরকার বিরোধীদের একটি বড় দাবি পূরণ হবে।

জানা গেছে, বৃহস্পতিবার ইউক্রেনের স্থানীয় সময় বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা প্রেসিডেন্ট  ইয়ানুকোভিচ ও বিরোধীদের সঙ্গে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একটি রোডম্যাপ তৈরীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘর্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ সদস্যসহ অন্তত ৭৫ জন বিরোধী নেতা-কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন দেশটির শীর্ষস্থানীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়।

এছাড়া ঘটনার জন্য ইউক্রেন সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করতে সম্মত হয়েছেন। এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিক্ষোভকারীদের দাবি নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে বলেছেন।

আন্তর্জাতিক