ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক হতাহতের ঘটনার জের ধরে দেশটিতে আগাম নির্বাচন দিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চলমান রাজনৈতিক সংঘাত বন্ধ করার জন্য কিয়েভ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে প্রেসিডেন্ট এ নমনীয় অবস্থান ব্যক্ত করেন। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে ওই প্রতিনিধিদল গঠিত হয়েছে। তারা দেশটির সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সমঝোতা স্থাপনের চেষ্টা করছেন।
প্রতিবেদনে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ চলতি বছরেই আগাম নির্বাচনের আয়োজন করতে সম্মত হয়েছেন। এ ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ২০১৪ সালেই ইউক্রেনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
ডোনাল্ড টাস্ক জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট আগামী ১০ দিনের মধ্যে একটি ঐক্যমত্যের সরকার গঠন এবং গ্রীষ্মের আগেই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনারও প্রতিশ্রুতি দিয়েছেন। তার এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে সরকার বিরোধীদের একটি বড় দাবি পূরণ হবে।
জানা গেছে, বৃহস্পতিবার ইউক্রেনের স্থানীয় সময় বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ও বিরোধীদের সঙ্গে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একটি রোডম্যাপ তৈরীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘর্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ সদস্যসহ অন্তত ৭৫ জন বিরোধী নেতা-কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন দেশটির শীর্ষস্থানীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়।
এছাড়া ঘটনার জন্য ইউক্রেন সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করতে সম্মত হয়েছেন। এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিক্ষোভকারীদের দাবি নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে বলেছেন।