ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। ভেনিজুয়েলায় চলা সরকার বিরোধী বিক্ষোভের সংবাদ প্রকাশের জের ধরে তিনি এ হুমকি দেন গণমাধ্যমটিকে।
রাষ্ট্রীয় এক টেলিভিশন ভাষণে তিনি বিদেশি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, অনেক প্রপাগাণ্ডা চালানো হয়েছে। ভেনিজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ-প্রপাগাণ্ডা আমি সহ্য করব না। এ সময় তিনি সিএনএনের উদ্দেশ্যে বলেন, যদি সিএনএন তার প্রকাশিত সংবাদ সংশোধন না করে তাহলে সিএনএনকে দেশ থেকে বের করে দেওয়া হবে।
তিনি জানান, ভেনিজুয়েলার ত্যাচিরা প্রদেশে চলমান অসন্তোষ বন্ধে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
এ সময় তিনি সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলসকে দায়ী করেন।
তবে ক্যাপরিলস প্রেসিডেন্টের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি। কিন্তু সরকারই তার অভিযোগ আমলে নিচ্ছে না।
এক সংবাদ সম্মেলনে ক্যাপরিলস শনিবারও সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন।