সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজধানী মোগাদিসুর প্রেসিডেন্ট ভবনে একটি গাড়ি বোমা বিস্ফোরণসহ ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
শুক্রবারের এঘটনায় হতাহতের বিস্তারিত এখনো যানা যায়নি।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের বাসভবনে সামনে একটি গাড়িবোমা হামলা চালায়। বন্দুক ও গ্রেনেড নিয়ে তারা প্রাসাদের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়েছে। এসময় তাদের পরনে বিস্ফোরক পোশাক ছিল।
পুলিশ জানিয়েছে, প্রথম গাড়িবোমা হামলার কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় আরেকটি গাড়িবোমা হামলা হয়।
তবে আল-শাবাব এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি, সিএনএন