জাতীয় সংসদে প্রবেশের অনুমতিপত্র জালিয়াতি করার অভিযোগে সংসদের সাবেক বিরোধী দলের হুইপ জয়নাল আবদীন ফারুকের ব্যক্তিগত সহকারী তায়েজুল ইসলামকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
শেরে বাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে তায়েজুল ইসলাম জাতীয় সংসদ ভবনে একটি কার্ড দেখে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় সংসদ ভবনের প্রবেশ গেটে পুলিশের নিরাপত্তা শাখার কর্মকর্তাদের কাছে কার্ডটি সন্দেহ হলে পরীক্ষার জন্য পাঠান। পরীক্ষা করে জানা যায় ওই নম্বরের কার্ড নিরাপত্তা শাখায় জমা রয়েছে। পরে শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে তায়েজুল ইসলামকে তুলে দেয়া হয়।
শেরে বাংলা নগর থানার ওসি জানান, জাতীয় সংসদ ভবনের ইন্সপেক্টর আবুল কাশেম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় তায়েজুল ইসলামের বিরুদ্ধে জাতীয় সংসদ ভবনে প্রবেশের অনুমতিপত্র জাল করে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ করার অভিযোগ আনা হয়েছে।