ব্যাংকক বিষ্ফোরণে গুরুতর আহত ইরানি নাগরিক

ব্যাংকক বিষ্ফোরণে গুরুতর আহত ইরানি নাগরিক

মঙ্গলবার বিকেলে সংঘটিত ব্যাংকক বিষ্ফোরণে মারাত্মক ভাবে আহত ব্যক্তি একজন ইরানি নাগরিক। বিষ্ফোরণে অপর ৪ থাই নাগরিকও আহত হয়েছেন। ব্যাংককের সুখামভিত এলাকায় সংঘটিত এই বিষ্ফোরণে আহত এই ইরানির দুটি পা উড়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ।

বিষ্ফোরণের পরপরই ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে থাইল্যান্ড ছেড়ে যাওয়ার চেষ্টার সময় এক বিদেশি নাগরিককে আটক করে পুলিশ।

ব্যাংকক পুলিশ নগরীর সই প্রিদিফানোমং এলাকার একটি ভাড়া করা বাড়ি থেকে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। বাড়িটি তিন ইরানি নাগরিক ভাড়া করেছিলো বলে জানায় কর্তৃপক্ষ।

এই ঘটনার পর থাইল্যান্ডের সরকারের নারী মূখপাত্র থিতিমা চেইসায়েঙ বলেন, পুলিশ ভাড়া করা বাড়িটি থেকে বিষ্ফোরক দ্রব্য ও  দূরনিয়ন্ত্রিত ডিটোনেটিং ডিভাইস উদ্ধার করে। বাড়িটি বোমা তৈরির কাজে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়ের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে মিসেস থিতিমা বলেন, বাড়িটিতে প্রথমে বোমা বিষ্ফোরণ ঘটলে সেখান থেকে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। দুইজন পালাতে সক্ষম হলেও সায়েদ মোরাদি নামের অপর একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় একটি ট্যাক্সি থামানোর চেষ্টা করে। ধারণা করা হচ্ছে সায়েদ মোরাদি বাড়িটিতে সংঘটিত বিষ্ফোরণে আহত হন। ট্যাক্সি ড্রাইভার থামতে অসম্মতি জানালে তিনি একটি গ্রেনেড ট্যাক্সিটি লক্ষ্য করে নিক্ষেপ করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ট্যাক্সি চালক বিষ্ফোরণে আহত হয়। পুলিশ মোরাদিকে থামানোর চেষ্টা করলে তিনি পুলিশের ওপরও একটি গ্রেনেড ছুঁড়ে মারেন। কিন্তু একটি গাছে লেগে ফেরত এসে তার ওপরই বিষ্ফোরিত হয়। বিষ্ফোরণে মেরাদির দুটি পা উড়ে যায়। মারাত্মক ভাবে আহত মোরাদিকে এর পরপরই কুলুয়ানামথাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

থাই গোয়েন্দারা বিষ্ফোরণের পেছনে কারা জড়িত তা বের করার চেষ্টা করছে বলে তিনি জানান।

এদিকে থাই পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ তারা যোগাযোগ করে তাদের হাতে আটক ব্যক্তিরা ইরানের সন্ত্রাসী তালিকায় আছে কিনা জানতে চেয়েছেন।

থাই  পুলিশ জানায় বিষ্ফোরণের পরপরই সুবর্ন ভুমি বিমানবন্দরে আটক ব্যক্তি এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশ জানায় আটক ব্যক্তি আহত সাইদ মোরাদির থাইল্যান্ডে আসার একই দিনেই আসেন। তবে তারা নিশ্চিত নয় যে আটক ব্যক্তি আহত মোরাদির পালিয়ে যাওয়া সহযোগীদের মধ্যে একজন কি না।

আন্তর্জাতিক