সুস্বাস্থ্য সকলেরই কাম্য। আর এর প্রধান অস্ত্র হাঁটাচলা। এই কথা মাথায় রেখে এক নয়া উদ্যোগ নিয়েছেন ঢাকার তেজগাঁওয়ের নারী বাসিন্দা জান্নাতুল মোল্লা। ৫ই ফেব্রুয়ারি তিনি কলকাতায় এসেছেন। ১১ই ফেব্রুয়ারি তিনি পায়ে হেঁটে কলকাতা প্রেসক্লাব থেকে ঢাকা প্রেসক্লাবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ওই দিন ভারতীয় সময় দুপুর ২টায় তিনি যাত্রা শুরু করেন। ৩৭ বছর বয়সী এই নারী ‘হেলথ ফর ইউ’ নামক একটি এনজিওর সদস্য। তিনি ময়দান, বাগুইহাটি, লেকটাউন, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম ও বারাসাত হয়ে বাংলাদেশ সীমান্তের দিকে এগোবেন।
প্রায় ২৮৩ কিলোমিটার হাঁটা তার লক্ষ্য। প্রতিদিন ৪০ কিলোমিটার হাঁটার মানসিক প্রস্তুতি নিয়েছেন তিনি। জান্নাতুল ৯ দিন বা তার থেকেও কমে শেষ করতে চান এই সিঙ্গল ম্যারাথন। তাঁর এই অনন্য উদ্যোগের মূলত তিনটি কারণ তিনি জানান।
প্রথমত, মানুষ ভুলে যেতে বসেছেন সুস্থ থাকার চাবি কাঠি। এই ব্যস্ত সময়ে কেউই হাঁটার মতো, নিজেকে সুস্থ সবল রাখার মতো সময় রাখেন না হাতে। তাই সেই সকল মানুষদের সচেতন করতে, তাঁদের হাঁটার প্রয়োজনীয়তা বোঝাতেই এই উদ্যোগ। দ্বিতীয়ত, তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি সিঙ্গল ম্যারাথনে অংশ গ্রহণ করেছেন। তাই তিনি গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করতে চান। তৃতীয়ত, যে হারে ঢাকায় গাড়ি ঘোড়ার দৌরাত্ম বেড়েছে, তাতে যানজট লেগেই আছে। যদি মানুষ অন্তত নিকটবর্তী স্থান গুলিও হেঁটে যাতায়াত করেন, তাতে যানবাহনের সংখ্যা তো বটেই, পাশাপাশি যানবাহনে যাত্রী সংখ্যা কমলে ভাড়া বৃদ্ধিও হ্রাস পেতে পারে। এছাড়া ভারত-বাংলাদেশ, এপার বাংলা ও ওপার বাংলার মধ্যে সৌহার্দ্য বিনিময়ের জন্যেই তার এই অভিনব উদ্যোগ।