জাতীয় পার্টির দফতর সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে।
জাপার একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায় গুলশানে জেলা নেতৃবৃন্দের সঙ্গে বর্ধিত সভার পরেই তাকে এ পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
এ ব্যাপারে এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি শুনীল শুভ রায় বলেন, তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়নি এটা তার অতিরিক্ত দায়িত্ব ছিল। যেহেতু তিনি এখন বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করছেন তাই তাকে আপাদত দফতরের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রচারের দায়িত্বে থাকা সুলতান মাহমুদকে নতুন দফতর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।