শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের পিছিয়ে দিতে পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিয়েছে। পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নতুন বই। তাদের এসব অপকর্মের মধ্যেও আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে চেষ্টা চালাচ্ছি।
মন্ত্রী আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যুগপোযোগী শিক্ষা ব্যব্যস্থা গড়ে তোলা। যে শিক্ষায় নতুন প্রজন্ম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। এই লক্ষ্যে আমরা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি, বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষার্থীর উপস্থিত নিশ্চিত করেছি, সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু করেছি ও নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছি।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৩ সালের এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৩৬৫ জনকে মোট ৩১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়।