স্পট ফিক্সিংয়ের অভিযোগের তীর ৬ ভারতীয় ক্রিকেটারের দিকে

স্পট ফিক্সিংয়ের অভিযোগের তীর ৬ ভারতীয় ক্রিকেটারের দিকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এ স্পট ফিক্সিংয়ে বিদেশি খেলোয়াড়সহ ছয় ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এসেছে। বুকিদের সঙ্গে কথোপকথনের সময় পুলিশ তাদের নাম রেকর্ড করেছে। রাজস্থান রয়ালসের অংশীদার ও বলিউড নায়িকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্ড্রকে তদন্তের সময় এ তথ্য জানা যায়। ভারতের টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে, ক্রিকেট বিশ্বে তিন মোড়লের প্রস্তাব দিয়ে আলোচিত ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি ও আইসিসি’র নির্বাচিত চেয়ারম্যান শ্রীনিবাসের বাধা উপেক্ষা করে সুপ্রিম কোর্ট বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। বিচারপতি মুকুল মুগডাল তদন্ত কমিটি সোমবার শ্রীনিবাসের জামাই ও চেন্নাই সুপার কিংসের কর্মকর্তা গুরুনাথ মায়াপনের ছয়টি ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে। ২০১২ সালের মে মাসে অনুষ্ঠিত আইপিএল’র ছয়টি ম্যাচে তিনি জড়িত ছিলেন। চেন্নাই সুপার কিংসের কর্মকর্তা না হয়েও তিনি কর্মকর্তারূপে কাজ করেছেন। তবে এনিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি শ্রীনিবাস। শুধু বলেছেন, তদন্ত প্রতিবেদন দেখার পর প্রতিক্রিয়া জানাবেন।

খেলাধূলা