জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেকে) ৯৬১ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পগুলো অনুমোদন দেন।
প্রকল্পগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় উন্নয়ন’ প্রকল্প। যার ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৪০ লাখ টাকা। চলতি বছর এই প্রকল্পে বরাদ্দ থাকবে ৫ কোটি ৩৫ লাখ টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা), যার ব্যয় ধরা হয়েছে ৪৫২ কোটি ৫৯ লাখ টাকা। চলতি বছর এতে বরাদ্দ থাকবে ৮ কোটি ৮২ লাখ টাকা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন এবং পোনা অবমুক্তকরণ’ প্রকল্প। যার ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ৯ লাখ টাকা। এতে চলতি বছরের বরাদ্দ ৪৯ কোটি ২ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এনজিও সম্পর্ক উন্নয়ন অফিসের নির্মাণ’ প্রকল্প। যার ব্যয় ৩৪ কোটি ৪১ লাখ টাকা। চলতি বছরের বরাদ্দ ১৩ কোটি ২১ লাখ টাকা।
শিল্প মন্ত্রণালয়ের ‘নর্থ বেঙ্গল সুগার মিলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প। যার ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৪৭ লাখ টাকা। চলতি বছরের বরাদ্দ ২ কোটি ৮ লাখ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘সিজিএস এর মাধ্যমে ট্রান্সমিশনের মাধ্যমে শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত গ্যাস বিতরণ’ প্রকল্প। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৯৮ কোটি ২১ লাখ টাকা। চলতি বছরের বরাদ্দ ১১৭ কোটি ৯২ লাখ টাকা।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী প্রকল্পগুলো বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ধারণা দেন। সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেকের অন্যান্য সদস্যবৃন্দ, পরিকল্পনা কমিশনের সচিব ও সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় অনুমোদিত ৬টি প্রকল্পসহ চলতি অর্থবছরের অনুমোদিত প্রকল্পের সংখ্যা ১৬৩টি। এর মধ্যে নতুন প্রকল্প ১০৩টি এবং চলমান প্রকল্প ৬০টি। এসব প্রকল্পের মোট ব্যয় ৯৬ হাজার ৭৯০ কোটি টাকা। মোট সরকারি ব্যয় ৫৫ হাজার ৫৮০ কোটি টাকা। বিদেশি প্রকল্প সাহায্য ৩৮ হাজার ২৩৭ কোটি টাকা। সংস্থা সমূহের নিজস্ব অর্থায়ন ২ হাজার ৯৭৩ কোটি টাকা।