হেফাজতে ইসলাম বাংলাদেশ ও দেশের কওমী মাদ্রাসাগুলোকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এটিএন নিউজ ও ৭১ টেলিভিশন এমন অভিযোগ করে সংগঠনটির নেতারা বলেছেন, এতে করে যে কোন সময় হেফাজতের সংক্ষুব্ধ নেতাকর্মীদের রোষানলে পড়তে পারেন অপপ্রচারে লিপ্ত এই দুই টেলিভিশনের সংবাদকর্মীরা। তাই অপপ্রচার না করে সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সময়ে কতিপয় ইলেক্ট্রনিক ও প্রিণ্ট মিডিয়া হেফাজতে ইসলাম, কওমী মাদরাসা ও আলিম-ওলামাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরু করেছে। বিশেষত, ৭১ টেলিভিশন সাম্প্রতিক সময়ে ‘হেফাজতনামা’ শীর্ষক একটি বিতর্কিত প্রতিবেদন সম্প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার প্রয়াসে লিপ্ত হয়েছে। দেশের নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী বা বিশেষ সংগঠনকে লক্ষ্যবস্তু বানিয়ে এভাবে আপত্তিকর ও একতরফা অপপ্রচার কোনো সুস্থ সাংবাদিকতা হতে পারে না। এটা সাংবাদিকতার আড়ালে হলুদ সাংবাদিকতা, বিদেশি অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন সর্বোপরি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পরিকল্পিত চক্রান্ত বলেই প্রতীয়মান হয়।
তারা বলেন, আমরা মনে করি এটি দেশি-বিদেশি ইসলামবিদ্বেষী চক্রের ধারাবাহিক তথ্যসন্ত্রাসের অংশ। যখন থেকেই হেফাজতে ইসলাম মহান আল্লাহ, তাঁর প্রিয়তম রাসূল (সা.), পবিত্র কুরআন, হাদিস ও ইসলামের প্রতীকসমূহের মর্যাদা রক্ষায় দেশব্যাপী তুমুল গণআন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল তখন থেকে এর বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু হয়েছে। একটি বিশেষ মহল একের পর এক মিথ্যাচার, অপবাদ ও বিভ্রান্তি ছড়িয়ে হেফাজতে ইসলামের অরাজনৈতিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও আলিম-ওলামাদের ঐক্যে ফাটল সৃষ্টির অশুভ তৎপতার চালিয়ে আসছে। যা কোনো অবস্থাতেই এদেশের ধর্মপ্রাণ মানুষ নীরবে মেনে নিতে পারে না।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৭১ টেলিভিশন, এটিএন নিউজসহ কতিপয় ইলেক্ট্রনিক ও প্রিণ্ট মিডিয়া কিছু মিথ্যা, ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংক্ষুব্ধ করে তুলতে চাইছে। দেশে বিরাজমান সাম্প্রতিক সাম্প্রীতি বিনষ্ট করে সংঘাত ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
তারা আরো বলেন, উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রচারে বিক্ষুদ্ধ আলিমরা প্রতিবাদে রাজপথে নামবে, এ সুযোগে তারা শান্তিপ্রিয় আলিম-ওলামা ও তাওহীদি জনতাকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাসী, জঙ্গি ইত্যাদি অপবাদ দিয়ে দেশকে আগ্রাসনের মুখে ঠেলে দিতে পারবে।
এসব মিডিয়ার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই।
সংগঠনের কেন্দ্রীয় মহসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী‘র পক্ষে কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ইলিয়াস ওমসমান লিখিত বক্তব্য পাঠ করেন।
এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ আনোয়ার, নোয়াখালী জেলা সভাপতি হোসাইন আহমদ, সংগঠনের সদস্য মঞ্জুরুর কাদের, আনম আহমদ উল্লাহ, ইকবাল খলিল প্রমুখ।
৭১ টেলিভিশনকে সতর্ক করে দিয়ে বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের পর ৭১ টেলিভিশনসহ বিতর্কিত প্রতিবেদন প্রচারকারি গণমাধ্যমগুলো সংশোধন না হলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লিখিত বক্তব্যে মাওলানা ইলিয়াস ওমসমান বলেন, গত বছর মে ঢাকার শাপলা চত্বরের হেফাজতের মহাসমাবেশে ১৪ দলীয় জোট সরকারের তান্ডবলীলা। এটাকে সরকার ঢাকতে চাইলেও জনগণের কাছ থেকে মিডিয়ার কারণে আড়াল করতে পারেনি। যা আর্ন্তজাতিক মহলেও জানা।
হেফাজতের কেন্দ্রীয় আমীর আল্লামা শফির নির্দেশের কথা উল্লেখ করে বলেন, সারা দেশে জেলায় জেলায় শানে রেসালত সম্মেলনের আয়োজন করতে বলেছেন আল্লামা শফি। এই নির্দেশ বাস্তবায়নে চট্টগ্রামে আগামী ৩ ও ৪ এপ্রিল শানে রেসালত সম্মেলন‘র ঘোষনা দেন সংবাদ সম্মেলনে। কর্মসূচী বাস্তবায়নে সরকারের স্বার্বিক সহযোগিতা কামনা করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।