কিংবদন্তী গজল গায়ক প্রয়াত জগজিৎ সিংয়ের ৭৩ তম জন্মদিনে ভারতীয় ডাক বিভাগ প্রকাশ করেছে বিশেষ ডাকটিকিট।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রয়াত জগজিৎ সিং ছিলেন অসামান্য শিল্পী। শুধু গজল নয়, তাঁর গাওয়া ভারতীয় শাস্ত্রীয় সংগীত, লোকগীতিও সমান জনপ্রিয়। নতুন প্রজন্মের কাছে তিনি শিক্ষাগুরু হিসেবে স্থান পাবেন। তাঁর ৭৩ তম জন্মদিনে ডাকটিকিট প্রকাশ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
এই ডাকটিকিট তাঁর প্রতি ভারতীয়দের ভালবাসা প্রর্দশনের ছোট্ট উপহার স্বরূপ।