মেঘ’র শিক্ষা ও উন্নত জীবন গড়ে তোলার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মেঘ’র শিক্ষা ও উন্নত জীবন গড়ে তোলার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীর হাতে নিহত সাংবাদিক দম্পতি মেহরুণ রুনি ও সাগর সরওয়ারের একমাত্র শিশুপুত্র মেঘ এর শিক্ষা ও উন্নত জীবন গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন।

তিনি বলেছেন ‘যতদিন আমি জীবিত আছি মেহরুন রুনি ও সাগর সরওয়ারের সন্তানের শিক্ষাসহ উন্নত জীবন গড়ে তোলার জন্য যা যা করার দরকার তার সবই আমি করবো।’

সোমবার সন্ধ্যায় মেঘকে সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মেহরুন রুনির মা নুরুনাহার মির্জা ও সাগর সরওয়ারের মা সালেহা বেগম।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদ্য স্বজন হারানো এই তিন জন গণভবনে পৌঁছালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তাদের জড়িয়ে ধরে সমবেদনা জানান।

সাগর ও রুনির দুই মা তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন।

প্রধানমন্ত্রী এসময় হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের প্রতিশ্রুতি পুনব্যর্ক্ত করেন।

তিনি বলেন, ‘স্বজন হারানোর বেদনা কেমন আমি তা জানি। আমরা দুই বোন একসঙ্গে বাবা-মা-ভাইদেরসহ পরিবার পরিজন হারিয়েছি।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এসব কথা জানান। শাকিল ছাড়াও এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা-লীর সদস্য আমীর হোসেন আমু ও পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ শীর্ষ খবর