মেসির জোড়া গোলে শীর্ষে বার্সা

মেসির জোড়া গোলে শীর্ষে বার্সা

প্রতিপক্ষরা কাতালানদের টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাচ্ছে। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৪-২ গোলে হারিয়ে লা লিগারপয়েন্ট তালিকার শীর্ষে চলে যায়। এবার বার্সেলোনা ৪-১ গোলে সেভিয়াকে হারিয়ে আবারো তাদের সিংহাসন পুনরুদ্ধার করলো।

খেলার শুরুতেই বার্সার রক্ষণভাগের ভুলে গোল পায় সেভিয়া। ১৫ মিনিটের সময় আলবারতোর গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি।

তবে ঘুড়ে দাঁড়াতে বেশি সময় নেয়নি কাতালানরা। ৩৪ মিনিটে চিলির তারকা অ্যালেক্সিস সানচেজের গোলে ব্যবধান কমায় বার্সা। গোলের নেপথ্যের কারিগর ছিলেন লিওনেল মেসি।

আর ৪৪ আর ৫৬ মিনিটে দুটি জোড়া গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় লিওনেল মেসি। আর অন্তিম সময়ে দলের হয়ে শেষ পেরেক ঠুকেন ফেব্রিগাস।

এ জয়ের ফলে ৫৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে এখন বার্সা। আর গোল ব্যবধানে পিছিয়ে পড়ে ৫৭ পয়েন্ট নিয়েই তাদের পরেই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ।

খেলাধূলা