রাশিয়ার সুচি শহরের এক রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিআইএ কর্মকর্তাদের কোনো ধরনের সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার সুচি শহরে শীতকালীন অলিম্পিক গেমস শুরুর দিন ওই দোকানে সাইন বোর্ড টানিয়ে এই ঘোষণা দেওয়া হয়।
সাইনবোর্ডে বলা হয়েছে, ‘আমরা এফবিআই ও সিআইএ কর্মকর্তাদের কোনো ধরনের সেবা দিবো না।’ তবে মার্কিন আরেক গোয়েন্দা সংস্থা এনএসএ সর্ম্পকে কোনো কথা বলেনি রেস্টুরেন্টটি।
এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি রাশিয়ায় আশ্রিত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বলেছিলেন, এই অলিম্পিকে খাবারের দোকানগুলোতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের স্বাগত জানানো হতে পারে।