টাইফুনে ক্ষতিগ্রস্থদের সহায়তা করার জন্য বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়েছে ফিলিপাইন। বিশ্বকে জানানো ধন্যবাদের বিলবোর্ড এখন শোভা পাচ্ছে জাপান, ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশে। শনিবার বিশ্বের নানা দেশের গুরুত্বপূর্ণ শহরের মোড়ে এসব ইলেকট্রনিক বিলবোর্ড টানানো হয়েছে। সামাজিক যোগাযোগের সাইট টুইটারেও দেশটির পক্ষ থেকে বিশ্বকে জানানো হচ্ছে শুভেচ্ছা বার্তা।
গত বছরের ৮ নভেম্বর ফিলিপাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় টাইফুন। স্মরণকালের ভয়াবহ ঝড়ে দেশটিতে প্রায় আট হাজার লোক প্রাণ হারায়। আজ ৮ ফেব্রুয়ারি টাইফুনের তিন মাস উপলক্ষে এ কর্মসুচী গ্রহণ করেছে ফিলিপাইন। বিদেশি সহায়তার ফলে সমস্যা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ফিলিপাইনবাসী।