বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে নেপালের আগ্রহ প্রকাশ

বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে নেপালের আগ্রহ প্রকাশ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন নেপালের ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেন্টারের নির্বাহী পরিচালক ইশ্বর প্রসাদ গিরমী।

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সঙ্গে নেপালের ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাতালে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেন্টারের নির্বাহী পরিচালক ইশ্বর প্রসাদ গিরমী এ আগ্রহ প্রকাশ করেন।

এ সময় ডিসিসিআই উর্ধ্বতন সহ-সভাপতি ওসাম তাসীর এবং সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নেপালের ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেন্টারের নির্বাহী পরিচালক ইশ্বর প্রসাদ গিরমী বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে নেপাল অত্যন্ত আগ্রহী। তিনি  নেপালী ব্যবসায়ীদের বাংলাদেশে নতুন নতুন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র খুঁজে বের করতে এ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। তিনি নেপাল থেকে আরোও বেশি হারে খাদ্য দ্রব্য, ফলমূল, হস্তশিল্প এবং বিদ্যুৎ প্রভৃতি পণ্য আমদানির আহবান জানান। তিনি সার্কভুক্ত দুটি দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সরকারি পর্যায়ে সহযোগিতা ও আলোচনা আরোও বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে দু’দেশের মধ্যকার যোগাযোগ আরোও বৃদ্ধি করা একান্ত আবশ্যক।

ডিসিসিআই সভাপতি বাংলাদেশের স্থল বন্দরসমূহের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ডিসিসিআই’র সঙ্গে নেপাল চেম্বার ও ললিতপুর চেম্বারের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তির আলোকে চেম্বার গুলোর কার্যক্রম আরোও কার্যকর করার আহবান জানান তিনি।

অর্থ বাণিজ্য