চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচনে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পর্ষদের পরিচালক নির্বাচনের জন্য শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এর মধ্যে ১০ জন সদস্য তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সিএসইর সদস্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম আগ্রাবাদের নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীরা আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সিএসই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪৪ জন।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- বি রিচ লিমিটেডের চেয়ারম্যান/সিইও মো. শামসুল ইসলাম, ব্রিটিশ বেঙ্গল সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডা. জামশেদ সানিয়াত আহমেদ চৌধুরী, আইএসপিআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি, আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাদা মাহমুদ চৌধুরী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, হাসান শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল আনম চৌধুরী, জালালাবাদ সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মসিহ মালিক চৌধুরী, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মফিজউদ্দিন এবং বিএইচ সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক কামাল।