পুলিশকে সংবেদনশীল আচরণের আহবান প্রধানমন্ত্রীর

পুলিশকে সংবেদনশীল আচরণের আহবান প্রধানমন্ত্রীর

জনগণের জানমাল রক্ষায় পুলিশ বাহিনীকে সংবেদনশীল আচরণ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩১তম বিসিএস পুলিশ সার্ভিসের সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রীর বলেন, সরকার দেশে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, স্বচ্চতা ও জবাবদিহিতার পাশাপাশি জনগণের প্রতি সুশীল ও সংবেদনশীল আচরণ করতে হবে। এসময় তিনি পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে পুলিশের জনবল ও সরঞ্জাম বৃদ্ধি এবং নতুন নতুন ইউনিট সৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন উন্নয়নের পরবর্তী ধাপ শুরু করেছি। নির্বাচনী ইশতেহারে এ উন্নয়ন পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরেছি। এক বছরে বিএনপি-জামায়াতের তান্ডবে ১৫ জন পুলিশ সদস্য মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ৩ হাজার পুলিশ সদস্য। তা সত্ত্বেও পুলিশ বাহিনীকে দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের সরকার আইনশৃঙ্খলা রক্ষায় বরাদ্ধকৃত অর্থকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। আমরা নিরাপত্তা ও অপরাধের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে আধুনিকায়ন করেছি।

এর আগে প্রধানমন্ত্রী শিক্ষানবিশ পুলিশ সুপারদের মার্চপাস্ট ও কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩জন শিক্ষানবিশ পুলিশ সুপারকে পুরস্কার প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী পুলিশ একাডেমির অফিসার্স মেস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল নাঈম আহমেদের সভাপতিত্বে কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বরাষ্ট প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, পুলিশের মহাপরির্দশক খন্দকার হাসান মাহমুদ প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী বিকেল সোয়া চারটায় সরদহ পাইলট উচ্চবিদ্যালয় থেকে একযোগে বাগমারা উপজেলার আশ্রয়ণ প্রকল্প-২, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভবন, রাজশাহী সরকারি কলেজের ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রীনিবাস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি বর্ধিতকরণ প্রকল্প, রাজশাহী (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাঘা উচ্চবিদ্যালয়, দুর্গাপুর পাইলট উচ্চবিদ্যালয়, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পুঠিয়া, পবা ও মোহনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন। এ ছাড়া বিকেল সাড়ে চারটায় সারদাহ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর