সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড.একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকার প্রতিনিয়ত জনগণের অধিকার হরণ করে চলছে। জনগণের অধিকার হরণ রাজনীতির জন্য শুভকর নয়। তিনি বলেন, দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার যা ইচ্ছা তাই করছে। বিরোধী দলকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক কামগারী দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দশম জাতীয় নির্বাচন গণতন্ত্র সম্মত হয়নি। দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে হবে।
ভাষা সৈনিক আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সিপিবি প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, কলামিষ্ট আবুল মকছুদ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম।