সদ্য কারামুক্ত বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের কথা বলায় যে কোনো সময় আমি আবারো গ্রেফতার হতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যরা সংবিধানের ১২৩-এর ৩-এর ‘ক’ ও ‘খ’ ধারা লঙ্ঘন করেছে। এ বিষয়ে কথা বলায় আমাকে গ্রেফতার করতে পারে সরকার।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী কর্মজীবি দল আয়োজিত “বিনা বিচারে হত্যাকাণ্ড, মৌলিক অধিকার ও জাতীয় সংসদ নির্বাচন” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবারো সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবি করে রফিকুল ইসলাম মিয়া বলেন, এই সরকার এখন গণবিচ্ছিন্ন। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানও জানান তিনি।
জাতীয়তাবাদী কর্মজীবি দলের সভাপতি হাজী মোহাম্মদ মিজানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।