‘গোলাপী জাতীয় ট্রেন মিস করে উপজেলা ট্রেন ধরেছে’- প্রধানমন্ত্রী

‘গোলাপী জাতীয় ট্রেন মিস করে উপজেলা ট্রেন ধরেছে’- প্রধানমন্ত্রী

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা ট্রেন ধরেছেন। এই ট্রেনও উনি মিস করবেন।

শনিবার রাজশাহীর পুঠিয়ায় চারঘাট হাই স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, উনি (খালেদা) ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিলেন না। বলেছিলেন, নির্বাচন হতে দেবেন না। সেজন্য হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও করলেন। বোমা মেরে মানুষ হত্যা করলেন। কিন্তু  নির্বাচন ঠেকাতে পারলেন না।

শেখ হাসিনা বলেন, উনি (খালেদা) নিজে তো ম্যাট্রিক পাস করতে পারেননি, তাই আপনাদের ছেলেমেয়েরা যাতে পড়াশুনা করতে না পারে সেজন্য হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে বাধা সৃষ্টি করে। উনি চায় নিজে ফেল করেছে, তাই সবাই ফেল করুক।

প্রধানমন্ত্রী আরো বলেন, ফেল করতে করতে উনি নির্বাচনেও ফেল করেছেন। জনগণ উনাকে উচিত শিক্ষা দিয়েছেন। সেজন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই।

শেখ হাসিনা বলেন, ‘৯৬ এর নির্বাচনের আগে উনি আমাকে বদ দোয়া করেছিলেন। আমি নাকি ওই নির্বাচনে ৩০টি আসনও পাবো না। পরে জনগণের ভোটে আমি প্রধানমন্ত্রী নির্বাচিত হলাম। উনি নাকি এবারের নির্বাচনও হতে দেবেন না। সেজন্য জ্বালাও-পোড়াও করে বোমা মেরে মানুষ হত্যা করলেন। নির্বাচনও হলো। আমি আবারো প্রধানমন্ত্রী হলাম। উনি এবার বিরোধীদলীয় নেতাও হতে পারলেন না।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর