শরীয়তপুর-৩ নিয়ে মাথাব্যথা নেই বিএনপির

শরীয়তপুর-৩ নিয়ে মাথাব্যথা নেই বিএনপির

আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর শূন্য হয়ে পড়া শরিয়তপুর-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই মধ্যে প্রার্থী ঘোষণা করলেও এ নিয়ে কোন মাথাব্যথা নেই প্রধান বিরোধী দল বিএনপির।

নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে তাদের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা এরই মধ্যে দিয়ে রেখেছে বিএনপি। তারা এও বলেছে- তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলেও সে নির্বাচনে বিএনপির যাওয়ার প্রশ্নই আসে না। তাই শরীয়তপুর-৩ আসনের উপ-নির্বাচন নিয়েও আগ্রহ নেই তাদের।

বিদায়ী ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ও ইভিএম পদ্ধতিতে কারচুপির সুযোগ আছে এমন অভিযোগে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রেখে আসছেন দলটির নেতারা।

সম্প্রতি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন ইসি নিয়োগ দিলে সে সিদ্ধান্তেরও তীব্র প্রতিবাদ জানায় প্রধান বিরোধী দল।

দলটির প্রধান খালেদা জিয়া সাফ জানিয়ে দেন, ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করতে চাইলে বিএনপি জনগণকে নিয়ে তা প্রতিহত করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ  বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল না হওয়া পর্যন্ত বিএনপি কোন নির্বাচনে যাবেই না।’

স্থায়ী কমিটির অপর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন  বলেন, ‘বিএনপি এই ইসির ও ইভিএম পদ্ধতির বিরুদ্ধে। এতেই বুঝে নেওয়া উচিত বিএনপি কি করবে।’

উল্লেখ্য, বিএনপি সর্বশেষ ২০১০ সালে হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ার দু’টি আসনের উপ-নির্বাচনে অংশ নেয়।

এর পর পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলের নেতা-কর্মীরা অংশ নিলেও দলীয়ভাবে কোন ঘোষণা ছিল না বিএনপির।

দলটি নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও দলগতভাবে অংশ নেয়নি।

আগামী ১৫ মার্চ শরীয়তপুর-৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ আছে।

রাজনীতি