২ থেকে ৬ ফেব্রুয়ারিতে দেশের উভয় পুঁজিবাজারে সাপ্তাহিক সূচক ও লেনদেন বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে ডিএসই’র ব্রড ইনডেক্স বেড়েছে ১.৯৩ শতাংশ বা ৯১ পয়েন্ট। ডিএস-৩০ ইনডেক্স সপ্তাহ শেষে বেড়েছে ১.৩০ শতাংশ বা ২১ পয়েন্ট। এছাড়া শরীয়াহ সূচক বেড়েছে ২.২৭ শতাংশ বা ২২ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১.৫৩ শতাংশ বা ৫৫ কোটি ২০ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।
এ সময় ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৬৬৪ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৪৭৭ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যেখানে আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬০৯ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ২৮৮ টাকা। তাছাড়া প্রতি কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৯১ লাখ ৭ হাজার ৪৯৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৬৫৮ টাকা।
এ সময়ে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৩৮টির, দর অপরিবর্তিত রয়েছে ১১টির এবং লেনদেন হয়নি ৩টি কোম্পানির। উল্লেখ্য, ডিএসইতে বাজার সাপ্তাহিক মূলধন বেড়েছে ১.৫১ শতাংশ বা ৪ হাজার ৩৪৯ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ৯৪৪ টাকা।
অন্যদিকে , অপর পুঁজিবাজার চট্টগাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সপ্তাহশেষে ১.৬৬ শতাংশ বা ১৫৭ পয়েন্ট বেড়েছে। ২ থেকে ৬ ফেব্রুয়ারিতে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর।