দলীয় সূত্রে জানা গেছে, আগামী সোমবার ঢাকা মহানগর বিএনপি নেতাদের গুলশান কার্যালয়ে ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওইদিনই নগর নেতাদের নতুন কমিটি গঠনের বিষয়টি অবহিত করবেন। পরদিন মঙ্গলবার নতুন কমিটি ঘোষণা করার কথা রয়েছে।
শেষ পর্যন্ত তিনি রাজি না হলে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং মির্জা আব্বাসের মধ্যে একজনকে আহ্বায়ক করা হতে পারে। সদস্য সচিব হতে পারেন নগর বিএনপি নেতা আবু সাঈদ খান খোকন।
কমিটির মেয়াদ হবে এক মাস। এ সময়ের মধ্যে কমিটিকে নগরীর সব থানা এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করতে হবে। এ সব কমিটি গঠন করার পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে ঘনিষ্ঠ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে এ বিষয়ে কথা বলেন খালেদা জিয়া। তখন আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার আগে ঢাকা মহানগর কমিটি পূর্ণাঙ্গ করার ব্যাপারে পরামর্শ দেন নেতারা। তাদের পরামর্শেই নতুন কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও নগর বিএনপির ব্যর্থতার বিষয়টি উঠে আসে। ওই সময় খালেদা জিয়া নগর বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া শুরু করবেন বলে জানান।
উল্লেখ্য, ২০১১ সালের ১৪ মে সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক এবং আবদুস সালামকে সদস্য সচিব করে ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। ওই সময় কমিটিকে ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে থানা এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। ওই সব কমিটি গঠনের পর নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে জানানো হয়। অথচ কমিটি গঠনের প্রায় তিন বছরেও নগর বিএনপি কমিটি পূর্ণাঙ্গ হয়নি।