আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মঙ্গা শব্দটি আর থাকে না। আমরা কৃষি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছি। শেখ হাসিনার আন্তরিকতার কারণেই তা সম্ভব হয়েছে।
কৃষিবিদ দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, শেখ মুজিবুর রহমানই কৃষিবিদদের প্রথম শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা প্রদান করেছিলেন। যার ফলশ্রুতিতে দেশের আবাদযোগ্য জমির পরিমাণ কমে গেলেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ।
তিনি বলেন, দেশে কোনও খাদ্য ঘাটতি নেই। জ্বালানি ও সারের সঙ্কট দেখা দিলে দেশে খাদ্য ঘাটতি হয়। কিন্তু কিছু আন্তর্জাতিক মহল ভুল তথ্য দিয়ে আমাদের পেটে লাথি মারে।
কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি ড. নীথীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, সদস্যকৃষিবিদ আব্দুর মান্নান এমপি, সংগঠনের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।