মাইক্রোবাস-প্রাইভেটকার সহ ৮ ডাকাত গ্রেফতার –

মাইক্রোবাস-প্রাইভেটকার সহ ৮ ডাকাত গ্রেফতার –

টাঙ্গাইলে ৫টি হায়েস মাইক্রোবাস ও ১টি এলিয়ন প্রাইভেটকারসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার দুবলাই গ্রামের মৃত আফসার আলী সরকারের ছেলে আব্দুস সাত্তার (৫৬), তার ছেলে শাহীন রেজা (২২), সেলিম রেজা (২৪), বিয়ারা গ্রামের মৃত সিকিম উদ্দিন সরকারের ছেলে আবু তালেব (২৮), মেঘাই গ্রামের কোব্বাত ড্রাইভারের ছেলে সুজন (২০), উত্তর তেকানী গ্রামের ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (২২), রানী গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে আসদুল ইসলাম (২৪) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার সোনাহার ডাঙ্গি পাড়া (বগুড়াপারি) গ্রামের আব্দুল মজিদের ছেলে জাকির হোসেন (১৯)।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, ২ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে ১১নং ব্রিজের কাছে (ঢাকা মেট্রো-চ-১৩-৫৭৭২) একটি মাইক্রোবাসকে পেছন থেকে ডাকাতদল তাদের ব্যবহৃত মাইক্রোবাস দিয়ে ধাক্কা দেয়। এ সময় ডাকাতদল সামনের মাইক্রোবাসের চালক ও যাত্রীদের রশি দিয়ে বেঁধে সেখানে ফেলে রেখে মাইক্রোবাসটি নিয়ে চলে যায়। ওই রাতেই বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি ঢাকার আশুলিয়া থেকে মাইক্রোবাস ছিনতাইয়ের সঙ্গে জড়িত নীলফামারী জেলার মজিদের ছেলে জাকিরকে গ্রেফতার করে। পরবর্তীতে তার স্বীকারোকক্তি মোতাবেক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি হায়েস মাইক্রোবাস ও ১টি এলিয়ন প্রাইভেটকার সহ আটজনকে গ্রেফতার করা হয়।

জেলা সংবাদ বাংলাদেশ