স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় যুবলীগ কর্মী আট

স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় যুবলীগ কর্মী আট

সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকার গত শনিবার সন্ধ্যায় শমসের প্লাজায় ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনায় যুবলীগকর্মী উজ্জল ভুঁইয়াকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

আশুলিয়া থানা সূত্রে জানা যায়, আশুলিয়া থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভুঁইয়ার মদদে তার শ্যালক উজ্জল ভুঁইয়া আশুলিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম সুমন জানান, জামগড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে উজ্জল ভুঁইয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়েছে। তবে ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি মামলার তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না বলে তিনি জানান।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ককটেল ফাটিয়ে বলিভদ্র এলাকায় পীযুষ জোয়েলার্সের আড়াইশ’ ভরি স্বর্ণালঙ্কার লুটের পর সন্ত্রাসীরা তার মালিকানাধীন আবাসিক হোটেলের সামনে অবিস্ফোরিত চারটি ককটেল ফেলে যায়। এর পরের দিন জামগড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশের সঙ্গে ডাকাতি হওয়া স্বর্ণের দুই ভরি ওজনের বিভিন্ন গহনা ও একটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ।

জেলা সংবাদ বাংলাদেশ