জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষককে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন খানকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্তের খবর শুনে আত্মহত্যার চেষ্টা করেছে বলে ক্যাম্পাসে গুজব ছড়িয়েছে।
তবে মোটর সাইকেল দুর্ঘটনায় ওই ছাত্রলীগ নেতা মহাখালীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ছাত্রলীগ জাবি শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাইফ জানান, মামুন আত্মহত্যা চেষ্টা করেছে বলে ক্যাম্পাসে শোনা যাচ্ছে। তবে তিনি মোটর সাইকেল দুর্ঘটনায় মহাখালী একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে শুনেছি।তিনি আরো জানান,বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় তাকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে শুনেছি।
এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় শৃংখলা কমিটির এক সভায় মামুন খানকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান । আগামী সিন্ডিকেট সভায় তাকে আজীবন বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে বলেও জানান প্রক্টর।
পরীক্ষায় অংশ গ্রহণে অযোগ্য হবার কারণে পরীক্ষা দিতে অনুমতি না দেওয়ায় গত ২৩ জানুয়ারি সমাজবিজ্ঞান অনুষদের নিচ তলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি গোলাম মইনুদ্দিনকে মারধর করে একই বিভাগের মাস্টার্সের (৩৫তম ব্যাচ) ছাত্র ও ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন খান।
এ ঘটনায় ওই দিন রাতে জরুরি ডিসিপ্লি¬নারি বোর্ডের সভায় মামুন খানকে সাময়িক ‘বহিষ্কার’ ও ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করেন। তবে পুলিশ এখনো তাকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, মামুন খানকে আজীবন বহিষ্কার করা হলে তিনি আত্মহত্যা করবেন বলে ঘটনার পরদিন সাংবাদিকদের জানান তিনি।