৩৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আজকের দিনটি ছিল ‘বাংলাদেশ দিবস’। ২০১১ সাল থেকে কলকাতা বইমেলায় নিয়মিত বাংলাদেশ দিবস পালিত হচ্ছে।
প্রতিবারের মত এবারও বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বিষয় ‘সভ্যতার জন্য গ্রন্থ, গ্রন্থের জন্য সভ্যতা’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, বইয়ের অনুরাগী হিসেবে প্রতিবছর এ মেলায় আসি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আমার মনে হয় মানুষের ভাবনার বহি:প্রকাশ হয় গ্রন্থে। সভ্যতার বাহন এই গ্রন্থ যা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। বই মানব জাতির পরিপূরক। কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা তাতে বর্তমানে সভ্যতা এগুচ্ছে না পিছিয়ে যাচ্ছে সেটাই বড় প্রশ্ন। শেখ হাসিনার চেষ্টায় বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে আমাদের মাতৃভাষা। আর এই দুই দেশ ( বাংলাদেশ ও ভারত ) যদি এভাবে একসাথে চলতে পারে তবে দুই দেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হবে এই আশা রাখি।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রঞ্জিত কুমার বিশ্বাস, শিক্ষা সচিব ও কবি ড. কামাল আব্দুল নাসের চেধুরী, রশীদ হায়দার প্রমুখ।
আলোচক হিসেবে ছিলেন রশীদ হায়দার চৌধুরী, অসীম সাহা, শামসুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দুই দেশের সংস্কৃতিকর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।