জাতীয় সংসদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষোদগারে মেতে উঠেছে মহাজোটের এমপিরা। ১০ ট্রাক অস্ত্র চোরাচালানে খালেদা জিয়ার সম্পৃক্তি ছিল বলে অভিযোগ করে তারা এ বিষোদগার করেন।
বুধবার জাতীয় সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তারা এ বিষোদগার করেন। এ সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন।
মহাজোটের এমপি ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবল বশর মাইজভান্ডারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাগলা গারদে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন ।
তিনি বলেন, ‘আমি অবিলম্বে খালেদা জিয়াকে পাগলা গারদে ভর্তির আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘জামায়াত শিবিরের অঘোষিত আমির খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই। তদন্তের প্রয়োজন নেই খালেদা জিয়া ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। এ অস্ত্র আটকের পর জেনেও তিনি মৌন ছিলেন। মৌনতাই সম্মতির লক্ষণ। তার মৌনতাই প্রমাণ করে তিনি পুরো বিষয়টি জানতেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি থেকে খালেদা জিয়া জামায়াত শিবিরকে প্রতিষ্ঠিত করেছে। তার রাজনীতি জামায়াতকে রক্ষার রাজনীতি। তার ইশারায় ১০ ট্রাক অস্ত্র দেশে এসেছে।’
আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি মাহবুবুল আলম হানিফ বলেন, ‘১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনা খালেদা জিয়া জানতেন। উনি যদি উনার অযোগ্যতার কারণে চুপ থেকে থাকেন। তাহলে বলব তার মতো ব্যর্থ ও অযোগ্য শাসককে এ বাংলাদেশ আর দেখতে চায়না।’
তিনি বলেন, ‘চোরাচালানের ঘটনায় জড়িত থাকার অপরাধে খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা হোক। তাকে বিচারের আওতায় আনা হলে প্রকৃত বিচার হবে।’