১০ ট্রাক অস্ত্র মামলায় নতুন করে তদন্ত হবে

১০ ট্রাক অস্ত্র মামলায় নতুন করে তদন্ত হবে

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেহেতু ১০ ট্রাক অস্ত্র মামলায় খালেদা জিয়া ও হাওয়া ভবনের নাম আলোচনায় এসেছে। তাই নতুন করে এটা তদন্ত করা হবে। কোথায় থেকে এ অস্ত্র এসেছে কারা অর্থদাতা আর কারা ষড়যন্ত্রকারী নতুন করে তাদের খোঁজা হবে।

তিনি আজ জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ১০ ট্রাক অস্ত্র যে বাংলাদেশের ভেতর দিয়ে পাচার হচ্ছিল তার সঙ্গে তৎকালীন হাওয়া ভবনের সম্পৃক্তরা ছিল কি-না তা খুঁজে বের করার জন্য আরেকটি তদন্ত কমিটি হতে পারে। আমাদের দেশের মাটি ব্যবহার করে কোনো দেশ সন্ত্রাসী কর্মকা- চালাবে তা আমরা হতে দেবোনা।

প্রধানমন্ত্রী বলেন, বহু ঘটনা এদেশে হয়েছে যেগুলোর আমরা বিচার পাইনি। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বিচার পাইনি। বঙ্গবন্ধুর খুনীদের জিয়াউর রহমান দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে।

 

রাজনীতি শীর্ষ খবর