বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নির্বাচনের আগে ও পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। যারা নিহত হয়েছেন তারা সন্ত্রাসী। আর আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী দমনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। জনগণের জানমাল রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে এটাই স্বাভাবিক।

তিনি আজ সন্ধ্যায় সংসদ ভবনের প্রবেশ গেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

হানিফ বলেন, “তবে যতো ষড়যন্ত্রই করা হোক না কেন এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না। সন্ত্রাসীদের কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সরকার সার্বিক পদক্ষেপ নিচ্ছে।”

 

বাংলাদেশ রাজনীতি