প্রধানমন্ত্রী বরাবর আন্নার সতর্কবানী

প্রধানমন্ত্রী বরাবর আন্নার সতর্কবানী

নয়াদিল্লি: শীতের মধ্যে যদি লোকপাল বিল পাশ না হয় তাহলে আবারও অনশণ করবে আন্না হাজারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বরাবর এক চিঠিতে আন্না একথা জানান।

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদরত সদস্যরা জানায়, প্রধানমন্ত্রীর কাছ থেকে লোকপাল বিল পাশের নিশ্চয়তা পাওয়ার পরই আন্না আগস্ট মাসে ১২ দিন ব্যাপী করা অনশণ ভঙ্গ করে।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠির একটি কপি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং অন্য একটি কপি আইনমন্ত্রী সালমান খুরশীদের কাছে পাঠানো হয়েছে।

ভারতের সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে নভেম্বর মাসের ২২ তারিখ এবং শেষ হবে ডিসেম্বরের ২১ তারিখ।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে ৭৪ বছর বয়সী আন্না হাজারে বলেন, ‘ যদি লোকপাল বিল পাশ না হয় তাহলে শীতকালীন অধিবেশনের শেষদিন থেকেই তার টিম আবারও অনশণে যাবে। ভোটের সময় তিনি রাজ্যে রাজ্যে ঘুরবেন এবং দুর্নীতির বিরদ্ধে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন রাখবেন।

তবে চিঠিতে আন্না আরও উল্লেখ করেন, তার লক্ষ্য কোনো নির্দিষ্ট পার্টি নয়। কিন্তু একটি স্বচ্ছ সরকার গঠনে তিনি জনগণের কাছে আবেদন রাখবেন।

আন্তর্জাতিক