সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা

সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা

সিরিয়া পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করলেন জাতিসংঘ মানবাধিকার সংস্থা প্রধান নাভি পিলে। নিরাপত্তা পরিষদ কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় নাভি এই সমালোচনার তীর ছুড়ে দিয়েছেন জাতিসংঘের প্রতি। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে তিনি সিরিয়া বিষয়ে তার গভীর উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় দেশটির আসাদ সরকার বিরোধিদের ওপর হামলা বাড়াচ্ছে। এ বিষয়ে সংস্থাটির সিদ্ধান্তহীনতা দামেস্ককে বিরোধিদের ওপর অধিক শক্তিপ্রয়োগে আরও উৎসাহ দিচ্ছে। নাভি পিলে এ বিষয়ে নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা জানান এবং সংস্থাটিকে শক্তিহীন বলে অভিহিত করেন।

তিনি ক্ষোভের সাথে বলেন, শক্তিহীন নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তহীনতা অসহায় সিরিয়ানদের ওপর আসাদ সরকারের চালানো সন্ত্রাস প্রশ্রয় পাচ্ছে। অথচ এর বিরুদ্ধে শক্ত কোন আর্ন্তজাতিক উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি সিরিয়ার হোমস শহরের মানবিক পরিস্থিতিকে স্রেফ শোচনীয় বলে উল্লেখ করে বলেন, আমরা কেবল প্রতিদিন লাশ আর আহতদের সংখ্যা গুনে চলেছি যা প্রতিদিন বাড়ছে। তিনি অবিলম্বে সিরিয়ার আসাদ সরকারকে পদত্যাগে এবং এ বিষয়ে ভেটো প্রদানকারী রাশিয়া ও চীনের উপর আর্ন্তজাতিক চাপ বাড়াতে আহবান জানিয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার সংস্থার হিসাব মতে গত বছরের মার্চ থেকে সিরিয়ায় বাসার আল আসাদ বিরোধী আন্দোলনে সাত হাজার লোক মারা গেছে। অন্যদিকে সিরিয়ান সরকার বলছে গত বছর থেকে এ পর্যন্ত অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে দুই হাজার সেনা মারা গেছে। আসাদ বিরোধীরা বলছে কেবল চলতি মাসের এই কদিনেই হোমসে কমপক্ষে চার’শ মানুষ নিহত হয়েছে।

আন্তর্জাতিক