তিন মাসের বেতন-ভাতা বকেয়া রেখে দৈনিক অর্থনীতি প্রতিদিন পত্রিকাটি বন্ধ রাখা হয়েছে। রোববার দিবাগত রাত একটার পর কর্তৃপক্ষ পত্রিকাটির সার্ভার খুলে নিয়েছেন। ফলে বেকার হয়ে পড়েছে ওই পত্রিকায় কর্মরত প্রায় সাড়ে তিনশ’ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী।
খবর নিয়ে জানা গেছে, দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য অর্থনীতি প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ফজলুল বারীকে চাকরি ছেড়ে দিতে বলে ছিলেন মালিকপক্ষ। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ ছিল প্রধান প্রতিবেদকের উপরও।
অর্থনীতি প্রতিদিনের এক সাংবাদিক শীর্ষ নিউজকে জানান, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে নির্বাহী সম্পাদক ও প্রধান প্রতিবেদক পদ ছেড়ে দিলে হয়তো এখনই মালিকপক্ষ পত্রিকাটি বন্ধ করতেন না।