মিরপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ, নিহত ১

মিরপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ, নিহত ১

রাজধানীর পল্লবী এলাকায় ঝটিকা মিছিল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতকর্মীরা। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবীর কালসিতে এ ঘটনায় জামায়াতকর্মীদের ছোড়া হাতবোমায় এক পুলিশ এবং পালানোর সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক জামায়াতকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে জামায়াত-শিবিরকর্মীরা। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
মিরপুর পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, জামায়াত-শিবিরকর্মীরা সকালে কালসি এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। ২২ তলা ভবনের কাছে পল্লবী থানা পুলিশের একটি টহল দল উপস্থিত হলে ওই মিছিল থেকে ককটেল ছোড়া হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন। এর পর পুলিশ ধাওয়া দিলে জামায়াতকর্মীরা রাস্তার গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশ বাধ্য হয়ে শর্টগানের গুলি ছোড়ে।
উপকমিশনার জানান, গুলির পর ছত্রভঙ্গ জামায়াতকর্মীরা দৌঁড়ে পালানোর সময় রাস্তার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তাদের একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। আহত ওই জামায়াতকর্মীর হাতে দলের ব্যানার ছিল বলে তিনি জানান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।
এদিকে জামায়াতের দাবি, কেন্দ্র ঘোষিত ১৯ দলের বিক্ষোভ কর্মসূচির সমর্থনে সকালে জামায়াতের পল্লবী থানার নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিরপুর কালসি রোড থেকে মিছিলটি বের হয়ে বিহারী ক্যাম্পের পাশে পৌঁছলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় জামায়াতের পল্লবীর আমির মাহফুজুর রহমান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ জামায়াত নেতাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ রাজনীতি