রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনার পরে প্রশাসন ও পুলিশ পৃথকভাবে চারটি মামলা করেছে। আজ সোমবার দুপুরে দায়ের করা পৃথক মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় প্রশাসন ও পুলিশ নগরের মতিহার থানায় চারটি মামলা দায়ের করেছে। চার মামলায় ১৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫৯০ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে নগরের মতিহার থানার এসআই মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেআইনি সমাবেশ, মারামারি, সরকারি কাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরক আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরেক মামলায়ও ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা করা করা হয়েছে। আর এসব মামলার বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাদ আহমেদ। তিনি আরো জানান, একই অভিযোগে মতিহার থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে পৃথক আরো দুটি মামলা দায়ের করেছেন। পুলিশের মামলা দুটিতে ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মামলার আসামি কারা জানতে চাইলে মতিহার থানার ওসি শামসুর নুর কালের কণ্ঠকে বলেন, ‘মামলায় সবাইকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ফলে তাঁরা আন্দোলনকারী না অন্য কোনো সংগঠনের নেতা-কর্মী তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত করে আমরা বের করার চেষ্টা করছি।’
উল্লেখ্য, গতকাল রবিবার সকাল থেকেই দফায় দফায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট সভা ডেকে উদ্বুত পরিস্থিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।